সিলেটে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা
প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৩, ৪:৩৯:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিনম্র শ্রদ্ধা আর হৃদয়ের গভীর ভালোবাসায় সিলেটেও গতকাল মঙ্গলবার পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের মানুষ। সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় ও সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সরকারি কর্মসূচি ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল-শোক র্যালি, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
এ উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের নিপীড়িত মানুষের প্রতিনিধি। তিনি তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত অন্যায়-অবিচার ও শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন। বাঙালি জাতিকে পাকিস্তানি শোষকদের হাত থেকে মুক্ত করার জন্য তিনি প্রায় ১৪টি বছর কারাভোগ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে দেশ অনেক আগেই সোনার বাংলায় রূপান্তরিত হতো। যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, যারা এই বাংলাদেশের শত্রু, তারা রাতের অন্ধকারে আমাদের স্বপ্নদ্রষ্টাকে নির্মমভাবে হত্যা করেছে।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, যুদ্ধাপরাধী সেই প্রতিক্রিয়াশীল শক্তি এখনো সোচ্চার। তাদেরকে বাংলার মাটি থেকে চিরতরে নির্মূল করে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
প্রশাসন : স্বাধীনতার স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-
কর্মচারীরা। এ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জোবায়েদুর রহমান, পিপিএম সেবা, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী
লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে নগর ভবনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান আজাদ। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রুহুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, সিটি কর্পোরেশনের সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন, কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আখতার হোসেন সিদ্দিকী বাবলু, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ।
এ সময় কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতাসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় নগর ভবন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহানগর আওয়ামী লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মমূচির মধ্য দিয়ে পালন করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ। শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের ক্ষণে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। দুপুরে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে শোক র্যালি বের করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শোক র্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দরগাহগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেনের পরিচালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আলোচনা সভা শেষে খতমে কুরআনের দোয়া মাহফিল পরিচালনা করেন রায়নগর বায়তুল বরাত জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা হাফিজ আবিদ হাসান রাহমানি। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে মহানগর আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে শিরণী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান , যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী।
মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-আব্দুল আহাদ চৌধুরী মিরন, মো. আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সুদীপ দেব, সাব্বির খান, সৈয়দ কামাল, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাফর আহমদ চৌধুরী, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মহসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত।
এছাড়া, উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গিরদার, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দের মধ্যে মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, আব্দুল হামিদ, মুহিবুর রহমান ছাবু, সালাউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, ফখরুল হাসান, সিরাজুল ইসলাম শামীম, এডভোকেট সরওয়ার চৌধুরী আবদাল, আক্তার হোসেন, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, ফয়সল আক্তার ছোবহানী, আব্দুস সালাম সাহেদ, মো. ছয়েফ খাঁন, ও সাধারণ সম্পাদকবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, তাজ আহমদ লিটন, এম.এ খান শাহীন, জাহিদুল হোসেন মাসুদ, জায়েদ আহমেদ খাঁন সায়েক, নজরুল ইসলাম নজু, এডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, মো. বদরুল ইসলাম বদর, মানিক মিয়া, চন্দন রায়, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, আহমেদ হান্নান, রুমেল আহমদ রুমিন, বদরুল হোসেন লিটন, মইনুল ইসলাম মঈন, শেখ সোহেল আহমদ কবির, জাবেদ আহমদ, সেলিম আহমদ সেমিম, বদরুল ইসলাম, গুলজার আহমদ জগলু, আনোয়ার হোসেন আনার সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সিলেট জেলা আওয়ামী লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। সূর্যোদয় ক্ষণে সিলেট জেলা আওয়ামী লীগের মাছুদিঘীরপাড়স্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শোক দিবসের আলোচনা সভা শুরু হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক। আলোচনা সভার শুরুতেই ’৭৫ এর ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জাতীয় পরিষদ সদস্য নুরুল আমিন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট মো. নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, এডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, নাজনীন হোসেন, সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস। দিনব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিৎ সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, শাহাদাৎ রহিম, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, এম কে শাফি চৌধুরী এলিম, আবু হেনা মো. ফিরোজ আলী, মোঃ জাকির হোসেন, এডভোকেট ফখরুল ইসলাম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু , জাহাঙ্গীর আলম, গোলাপ মিয়া, ডাঃ নাজরা আহমদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ প্রমুখ।
এদিকে, জেলা আওয়ামী লীগের উদ্যোগে নাইয়রপুলস্থ রামকৃষ্ণ মিশনে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের প্রধান পরিচালক অধ্যক্ষ চন্দ্র নাথা মহারাজ। প্রার্থনা পরিচালনা করেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত। এতে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন নাহার মিনু, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ডঃ নাজরা চৌধুরী, লিপি রানী বনিক, অঞ্জনা সরকার, এডভোকেট কিশোর কুমার কর, এডভোকেট জ্যোতির্ময় প্রকাশ, এডভোকেট শিশির বাবু, এডভোকেট অশেষ কর, এডভোকেট শিশির কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা পান্না বাবু, লিডিং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সৌহার্দ্য দত্ত ঐতিহ্য, সুদিপ্ত সরকার, তন্ময় দেব, লব চন্দ্র দাস, বাঁধন কুমার দাস।
সিকৃবি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে জাতীয় দিবস উদযাপন কমিটি ও সিকৃবি ছাত্রলীগ কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক র্যালিতে অংশগ্রহণ করেন। এরপর বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দীন ভূঞা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এছাড়া জাতীয় দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, ডিন কাউন্সিল, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ, কৃষিবিদ ইনস্টিটিউট, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, কর্মচারী পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, অনুষদীয় ছাত্রসমিতি, আবাসিক হলসমূহ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, সাংবাদিক সমিতি এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
সিলেট প্রেসক্লাব : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাব নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সহ-সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, নির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, শেখ আশরাফুল আলম নাসির, আনিস রহমান, আবুল কালাম কাওছার ও ফটো সাংবাদিক আব্দুল খালিক।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশন : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আনিস মাহমুদ, আনোয়ার হোসেন, সদস্য মো. দুলাল হোসেন, বিলকিস আক্তার সুমি, শংকর দাস, ইকবাল মুন্সি, আব্দুল খালিক।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার (১৯ আগস্ট) এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সভায় এসোসিয়েশন সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
জেলা মহিলা আওয়ামী লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট জেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা হেলেন আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাছিত, সহ সভাপতি বিলকিস নুর, সাজেদা পারভিন, মহিলা আওয়ামী লীগের সদস্য মাধুরী গুন, হাসিনা বেগম চৌধুরী, জাহানারা খানম মিলন, রাশিদা সাইদা খানম এডভোকেট, রোকেয়া আক্তার চৌধুরী, শামসুন নাহার, হেলেনা বেগম, সুষমা সুলতানা রুহি, নুরুন নাহার, সনিয়া আক্তার, অর্পণা বনিক, শেলী রানী দেব, হামিদা খানম লনি, হাছিনা আক্তার, সাহিদা খাতুন, নেওয়া বেগম, সোনারা বেগম, হোসনা বেগম, সপ্না বেগম, ছালমা বেগম, নাজমা বেগম, পিয়ারা, রুবি, ইতি বেগম, নুরুন নেহার, রহমতুন, রুবনা, রুমি, ইয়াছমিন, পিয়ারুন ও পারভিন প্রমুখ।
জাতীয় শোক দিবস
ছাতক : ছাতক (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, ছাতকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহিবুর রহমান মানিক এমপি। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল ওয়াহিদ মজনু, আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা, ডা. রাজিব চক্রবর্তী প্রমুখ।
এদিকে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে মোস্তফা আহসান হাবিবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক মো. নুরের জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দীন, উপজেলা ইঞ্জিনিয়ার আফছর আহমদ, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস মুসাব্বির, বীর মুক্তিযোদ্ধা রজব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, বীর মুক্তিযোদ্ধা মকবুল আলী, বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের বাস্তবায়নে ও জেলা প্রশাসন সিলেটের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের সাংস্কৃতিক কমান্ডার অংশুমান দত্ত অঞ্জনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের প্রশাসক শেখ রাসেল হাসান। বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, মহানগর ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাশেম, জেলা প্রশাসক কার্যালয়ের এ্যাসিসটেন্ট কমিশনার মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ উপজেলা ডেপুটি কমান্ডার রণজিত ধর, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ খান, মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনাফ খান, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকতার মিয়া, হাজী আশক আলী, কমান্ডার ডা. হিরণ মোহন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলা সভাপতি মনোজ কপালী মিন্টু, সহ সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি, জেলা সন্তান কমান্ডের সদস্য মাওলানা সিরাজুল ইসলাম সুরুকী, মো. আতাউর রহমান, ডিপজল পাত্র প্রমুখ।
জাতীয় মহিলা সংস্থা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ যোহর আয়োজিত এই কোরআন খানি ও দোয়া মাহফিলে জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমেদ এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মাওলানা রায়হান উদ্দিন। কোরআন খানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের সদস্য কামরুন্নাহার বেগম, জহুরা আক্তার, জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, কম্পিউটার প্রশিক্ষক মো. মহিন উদ্দিন, সেলাই এন্ড এমব্রয়ডারি প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহায়ক এনাম আহমদ প্রমুখ।
কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্মে’র উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আসিফ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন প্রমুখ। আলোচনা সভা শেষে শোক দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জৈন্তাপুর : জৈন্তাপুর (সিলেট) থেকে সংবাদদাতা জানান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা শোক র্যালি সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী ও সুলতান করিম প্রমুখ।
জকিগঞ্জ : জকিগঞ্জ (সিলেট) থেকে সংবাদদাতা জানান, জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন পালিত হয়েছে। সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, জকিগঞ্জ পৌরসভা, জকিগঞ্জ থানা, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সালের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা হয়।
এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, জেলা পরিষদের সাবেক সদস্য সাজনা সুলতানা চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী প্রমুখ।
শান্তিগঞ্জ : শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শহিদুল ইসলাম ও শাহিনুর রহমান শাহিন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুবায়ের আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি মো. নুরুল হক প্রমুখ।
জগন্নাথপুর : জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে একটি শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসনে লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, থানার ওসি মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন প্রমুখ।
সিলেট ক্রীড়া সংস্থা ঃ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর পক্ষ থেকে সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক নাজনীন হোসেন ও হানিফ আলম চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ইমরান আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ ও সৈয়দ তকরিমুল হাদী কাবী, সিলেট জেলার জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ নূর হোসেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ সিরাজ উদ্দিন, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহকারী সম্পাদক জয়দীপ দাস সুজক প্রমুখ।
বিশ্বম্ভরপুর ঃ বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর ম্যাুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা বঙ্গবন্ধুর সন্তান কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রেসক্লাব, উপজেলা ফায়ার সার্ভিস, শিল্পকলা একাডেমি, ক্রীড়া সংস্থা, সোনালী ব্যাংক, সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। একই স্থানে শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার( ভূমি) শিল্পী রানী মোদকের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ ফারুকী, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি হুমায়ুন কবির পাপন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন। কবিতা আবৃত্তির মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শেখ সাদিক। এছাড়া কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন, চিত্র প্রদর্শনী, হামনাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। শোক দিবস উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে একটি ভ্যান গাড়ি, দুটি ব্যাটারি চালিত রিক্সা ও ১৬ টি ছাগল গরিব, দুস্থদের মাঝে বিতরণ করা হয়। তাছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে গরিব অসহায়, দুস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা করা হয়।