জৈন্তাপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মধ্যে গবাদিপশু বিতরণ করলেন মন্ত্রী ইমরান আহমদ এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ৪:৩১:৩১ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ জৈন্তাপুরে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, অস্বচ্ছল গরিব মানুষের মধ্যে টেউটিন ও প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত সমতল অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে গবাদিপশু বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার জৈন্তাপুর উপজেলা ও উপজেলা সদরে রাজবাড়ি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ পরিদর্শন এবং প্রাণিসম্পদ দপ্তরে গবাদিপশু, ঢেউটিন ও চেক বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, কাতার প্রবাসী শ্রমিকলীগ নেতা ফখরুল ইসলাম।
এদিকে, মন্ত্রী ইমরান আহমদ সকালে উপজেলার তৈয়ব আলী ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।