সিলেটের মাঠে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিরুদ্ধে আবাহনীর জয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ৪:৩৫:৪৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক ঃ এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। গতকাল বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ইগলসকে ২-১ গোলে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে আবাহনী। ম্যাচের ২১তম মিনিটে হেডে গোল করে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন কর্নেলেউস স্টুয়ার্ট। লিড নিয়েই বিরতিতে যায় আবাহনী। বিরতির পর ৬৩তম মিনিটে ফ্রি কিক থেকে বল পেয়ে ইগলসকে সমতায় ফেরান আহমেদ রিজুভান। নির্ধারিত সময়ের মাত্র এক মিনিট আগে কর্নার থেকে হেডে গোল করে আবাহনীর ২-১ গোলের জয় নিশ্চিত করেন দ্যানিয়েল আগুস্তো চ্যাপোভাল। প্লে-অফের ম্যাচে আগামী ২২ আগস্ট নেপালের ক্লাব মাচিন্দ্রা অথবা ভারতের মোহনবাগান সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে আবাহনী।