সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে — হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ১২:৪৮:৩৯ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিদেশীরা কথায় কথায় আমাদের কে গণতন্ত্রের বুলি শুনান। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীরা আরেকটি ১৫ আগস্ট ঘটাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে উন্নতির চূড়ান্ত দিকে নিয়ে যেতে হবে। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা দেবনাথ, থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য নাহিদ হাসান চৌধুরী, ইউপি চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, জুবেদ আহমেদ চৌধুরী শিপু ও সাইফুল ইসলাম মনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু। উপজেলা একাডেমিক সুপারভাইজার সীমা সরকারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, যুবলীগের আহ্বায়ক মাশার আহমদ শাহ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক শাহিল আহমদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের ছাত্রলীগের সভাপতি আশফাক জাকারিয়া প্রমুখ। শোক দিবসে দোয়া পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মসজিদের খতিব মাওলানা ফখরুল ইসলাম। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শুরুতে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া, জাতীয় শোক দিবসে ফেঞ্চুগঞ্জ উপজেলার সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবসের কর্মসূচী পালিত হয়েছে। ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সমূহে দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৫টি ইউনিয়নে এবং উপজেলা পর্যায়ে শোক দিবসের কর্মসূচী পালিত হয়। ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতিও শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।