রাজনগরে মায়ের হাতে খুন হলো মোবাইল আসক্ত স্কুল পড়–য়া ছেলে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ১২:৫২:০৫ অপরাহ্ন
রাজনগর (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ মৌলভীবাজারের রাজনগরে মায়ের হাতে খুন হলো মোবাইল আসক্ত স্কুল পড়–য়া ছেলে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) গ্রামে মোবাইলে সারাদিন গেম খেলা ও ভিডিও দেখায় মত্ত থাকা আপন ছেলেকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মা সোহেনা বেগম।
নিহত ছেলে আবির হাসান জয় (১২) ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার মো. আসলাম আলীর ছেলে। এঘটনায় মা সোহেনা বেগম (৩৫) কে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার আবির হাসান জয় বেশ কিছুদিন ধরে মোবাইলে গেম খেলা ও ইউটিউব দেখায় মত্ত । মা সোহেনা বেগম ছেলেকে নিষেধ করা সত্ত্বেও এ থেকে বিরত রাখতে পারছিলেন না। গতকাল সকালেও ছেলেটি মোবাইল নিয়ে খেলতে শুরু করে। এতে তার মা রেগে যান। দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় সোহেনা বেগম নিজের ওড়না দিয়ে ছেলের গলায় পেঁচিয়ে চেপে ধরেন। এতে ছেলেটি শ্বাসরোধ হয়ে মারা যায়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। এসময় ছেলেটির মাকে আটক করা হয়।
এলাকার নাজমুল হক জানান, আবির পার্শ্ববর্তী এনজিএফ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। মোবাইল আসক্ত হওয়ায় সে ঠিকমত পড়ালেখা করত না। যে কারণে মা তাকে পড়ালেখার প্রতি মনযোগ ফিরিয়ে আনতে প্রায়ই শাসন করতেন। সে অনেকটা অবাধ্য হয়ে গিয়েছিল।
উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান দীগেন্দ্র চন্দ্র সরকার জানান, আবিরের মা মোবাইল ব্যবহার না করার জন্য তাকে বারণ করতে গিয়ে মর্মান্তিক এ হত্যাকান্ড ঘটেছে।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় মায়ের হাতে ছেলে খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইলে আসক্ত হওয়ায় মা রেগে গিয়ে ওড়না পেঁচিয়ে ছেলেকে হত্যা করেছে। নিহতের মৃতদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।