সাড়ে ৩৮ ঘণ্টা পর সচল এনআইডি সার্ভার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ১২:৫৩:১৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার সাড়ে ৩৮ ঘণ্টা পর সচল হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সার্ভার চালু করা হয়। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ তথ্য জানিয়েছেন। এর আগে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল থেকে সার্ভারটি বন্ধ ছিল।
এ কে এম হুমায়ূন কবীর জানান, সোমবার রাতে সার্ভারটি বন্ধ করা হয়। মেইনটেন্যান্স থেকে কিছু মেসেজ পেয়ে সার্ভারটি বন্ধ করা হয়েছিল। গতকাল দুপুরে আবারও সেটি চালু করা হয়েছে।
প্রকল্প পরিচালক আরও জানান, ‘আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার আছে, যেটা সব সময় কাজ করে। কিছু মাইনর থ্রেট আমরা দেখেছি। এগুলো যে কোনো সময়ই আসতে পারে। গতকাল সবগুলো থ্রেট ইভালুয়েট করে নিরাপদ হওয়ায় সার্ভার চালু করা হয়েছে।’
গতকাল সকাল থেকে এনআইডি সেবা বন্ধ থাকার বিষয়ে হুমায়ূন কবীর বলেন, ‘আমরা ১৭১টি প্রতিষ্ঠানকে আগেই সার্ভার বন্ধ থাকার বিষয়টি জানিয়েছি। তবে পাবলিকলি বন্ধ থাকার বিষয়টি জানানো হলে প্যানিক সৃষ্টি হতে পারতো। তাই, প্যানিক মিনিমাইজ করতেই জানানো হয়নি।’