আলিয়া মাদ্রাসা মাঠে গায়েবানা জানাজা পড়লো সাঈদী ভক্তরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ১:০৪:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদ- পাওয়া মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা গতকাল বুধবার দুপুরে আয়োজনের ঘোষণা দিয়েছিল সিলেট মহানগর জামায়াত। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার মুখে গত মঙ্গলবার রাতে গায়েবানা জানাজার আয়োজন স্থগিত ঘোষণা করা হয়। তবে ঘোষিত সময়েই সাঈদী ভক্তরা গায়েবানা জানাজার আয়োজন করে। এতে কয়েকশ’ মানুষ অংশ নেন। বুধবার বেলা দুইটার দিকে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানা যায়, মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে বুধবার বেলা দুইটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার মুখে মঙ্গলবার রাতে গায়েবানা জানাজা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে গিয়ে আয়োজন স্থগিতের ঘোষণা দেওয়া হয় বলে জানান সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
এদিকে, গায়েবানার জানাজা ঘোষণার পর থেকে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়। গতকাল বুধবার সকাল থেকে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। কিন্তু বুধবার বেলা দুইটার দিকে হঠাৎ আলিয়া মাদ্রাসা মাঠে কয়েকশ’ মানুষ একত্রিত হন। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে সেখানে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা চলার একপর্যায়ে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) সাদেক কাওসার দস্তগীরসহ একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত হন। এ সময় তাঁরা উপস্থিত মুসল্লিদের কাছে জানতে চান, কার জানাজার আয়োজন করা হয়েছে। উপস্থিত মুসল্লিরা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার বিষয়টি জানান। এ কথা শুনে পুলিশ কিছু বলেনি। এর কিছু সময় পরই ঘটনাস্থল ত্যাগ করেন মুসল্লিরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জুবায়েদুর রহমান বলেন, গায়েবানা জানাজা আয়োজনের বিষয়টি তাঁর জানা নেই। লোকজন কিসের জন্য জড়ো হয়েছিলো তিনি খবর নিয়ে দেখছেন।