কোম্পানীগঞ্জে ভারতীয় চিনির চালান জব্দ, আটক ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ২:০২:২৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা :কোম্পানীগঞ্জে অবৈধভাবে ভারত থেকে আনা ৩০ বস্তা চিনি জব্দ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার টাইয়াপাগলা হাওর থেকে চিনিবোঝাই একটি নৌকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন- উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামের জৈন উদ্দিনের পুত্র এমদাদ হোসাইন শুভ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পিয়াইন নদী হয়ে চিনিবোঝাই একটি ইঞ্জিন নৌকা সিলেটের জালালাবাদ এলাকায় যাচ্ছিল। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন আরেকটি নৌকা নিয়ে ওই নৌকার পিছু নেন। টাইয়াপাগলা হাওরে গিয়ে চিনিবোঝাই নৌকাটি ধরতে সক্ষম হয় পুলিশ। এসময় নৌকায় থাকা তিন ব্যক্তি পানিতে ঝাঁপ দেয়। দুইজন পালাতে সক্ষম হলেও ধরা পড়ে এমদাদ হোসাইন শুভ। এর আগে ভারতীয় চিনির এই চালানটি উত্তর রনিখাই ইউনিয়নের বরমসিদ্ধিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে শিবনগর থেকে নৌকায় করে সিলেটের পথে রওয়ানা করে।
স্থানীয় একটি সূত্র জানায়, ধরা পড়া চিনির এই চালানটি বরমসিদ্ধিপুরের রফিক, মাঝেরগাঁওয়ের শাহিন, আল আমিন ও ইব্রাহিমের। পুলিশের হাতে আটক ব্যক্তি নৌকার মাঝি।
স্থানীয় অপর একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উত্তর রনিখাই ইউনিয়নের একাধিক সীমান্ত পথ ব্যবহার করে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আসছে। একটি চক্র বিজিবিকে ম্যানেজ করে নির্বিঘেœ এই কাজটি করছে। অবৈধভাবে নিয়ে আসা এসব চিনির বস্তা এতদিন কোম্পানীগঞ্জ মহাসড়ক দিয়ে সিলেট শহরে নিয়ে যাওয়া হতো। সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়ে চিনির কয়েকটি চালান। এসব ঘটনায় থানায় মামলাও হয়। পুলিশি ঝামেলা এড়াতে চোরাকারবারীরা এখন নৌপথ ব্যবহার করছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।