ওসমানীনগরে অবমুক্ত করা হলো লক্ষাধিক টাকার পোনা মাছ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ১:৪২:৫২ অপরাহ্ন
মৎস্য অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ওসমানীনগর উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মাসরূপা তাছলিমের তত্ত্বাবধায়নে কাটার মার খাল ও বানাইয়ার হাওরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট -২ আসনের সংসদ সদস্য মুকাব্বির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান সিলেট জেলা যুবলীগ সভাপতি ভিপি শামীম আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ওমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পোনা মাছ শুধু অবমুক্ত করলেই হবে না, এটাকে নজরে রাখতে হবে। আইনে নিষিদ্ধ এরকম জাল দিয়ে মাছ না মারার জন্য মৎস্যজীবীদেরকে উৎসাহিত করতে হবে। বক্তারা বলেন, জনবান্ধব সরকার এদেশের গরিব, দুঃখী, পেশাজীবী মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি