সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলনকশার কাজ শুরু হয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ১:৪৮:৩৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : ‘দেলাওয়ার হোসাইন সাঈদী একজন আন্তর্জাতিক মানসম্পন্ন আলেম ছিলেন। তার বিচার আন্তর্জাতিক মানদ-ের ভিত্তিতে হয়নি’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন- চাকরি বিধিতে বলা আছে, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারবে না। ন্যায় বিচারের ভিত্তিতে তাদের কাজ করতে হবে। চাকরিতে প্রবেশের আগে তারা এই শপথ নিয়েছিল। কিন্তু সেই শপথ ভঙ্গ করে আমলাদের অনেকেই এখন আওয়ামী লীগের কর্মী।
তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলনকশার কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ডিসি, এসপি ইউএনও, ওসিদের বদলি শুরু হয়েছে।
ফখরুল বলেন, কুমিল্লার লাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে এক অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন। ক্ষমতাসীন দল যেসব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এটাই তার প্রমাণ।
বিএনপির মহাসচিব বলেন, এবারের নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে যেতে পারে -তাহলে আমাদের (বিএনপির ) নেতাকর্মীদের কচুকাটা করবে। তাই তিনি দলীয় নেতা-কর্মীদের জীবন বাজী রেখে প্রতিরোধ করতে আহ্বান জানান।
বক্তৃতার একপর্যায়ে তিনি কেঁদে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী। ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে কোলের দুই শিশু সন্তানকে নিয়ে বোরকা পরে নিরাপত্তার জন্য ঢাকায় আসেন। তবে ঢাকায় এসে তিনি পাকহানাদার বাহিনীর হাতে গ্রেফতার হয়ে ৯ মাস কারাবন্দি ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংস হত্যাকা-ের পর অনেকে ভেবেছিলেন বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে এই মহীয়সী নারীর হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের একজন মন্ত্রী জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি বলেছেন। আওয়ামী লীগের খন্দকার মোস্তাক আহম্মেদরাই শেখ মুজিবকে হত্যা করে শপথ নিয়ে সংসদে যোগ দেন। সরকার ক্যাসিনো সম্রাট লুটেরা ও টাকা পাচারকারীদের জামিন দিয়ে বিদেশ যাওয়ার সুযোগ করে দিচ্ছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছে না। তিনি এখন চিকিৎসার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ পার্লামেন্টকে ধ্বংস করে, একটি সিলেকশন পার্লামেন্ট করে রেখেছে। এই পার্লামেন্টের এমপিরা ডুগডুগি বাজায়। জনগণের কোনো কথা আলোচনা হয় না। পরে তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।