জেলা সম্মেলন উপলক্ষে পরামর্শ সভা
জাতীয় পার্টি আগামীতে কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না —– আতিকুর রহমান আতিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৩, ৬:০৬:০৯ অপরাহ্ন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতীক। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি আগামীতে কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবেনা। জাতীয় পার্টি একাই ৩০০ আসনে প্রার্থী দেবে এবং ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। গত বুধবার রাতে নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব শাব্বীর আহমদের সভাপতিত্বে পরামর্শ সভায় আতিকুর রহমান আতিক আরো বলেন, জাপা চেয়ারম্যান জি এম কাদের দলকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করছেন। তার হাতকে শক্তিশালী করতে সকল মতানৈক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মো. মুজিবুর রহমান, জেলার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, মজির উদ্দিন চাকলাদার চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, মো. নাজমুল ইসলাম, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এম মুর্শেদ খান, জাপা নেতা মো. জামাল আহমদ, এম এ মালেক, সাহেল রাজা চৌধুরী, ময়নুল ইসলাম, জিতু মিয়া, হোসেন আহমদ হুশিয়ার, মো. মুছা মিয়া, সেলিম আহমদ, মো. শাহজাহান সিরাজী, এম বরকত আলী, আজিজ মিয়া, যুব নেতা আক্তার হোসেন, আলী হোসেন, বুলবুল আহমদ, হাসান আহমদ, জুয়েল আহমদ, শাহেদ আহমদ, এনামুল কবির, সুমন শাহা, মামুনুর রশিদ মামুন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাপা নেতা আতিকুর রহমান। বিজ্ঞপ্তি