এইচএসসি পরীক্ষা শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৩, ৬:৩৯:২৯ অপরাহ্ন
প্রথম দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ৪০৭
স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় সিলেট শিক্ষাবোর্ডেও গতকাল বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বাংলা ১ম পত্রের পরীক্ষায় সিলেট বোর্ডে ৪০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। জেলাওয়ারি অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা সিলেটে ১৬৮, হবিগঞ্জে ৮৪, মৌলভীবাজারে ৭৩ এবং সুনামগঞ্জে ৮২ জন। অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি। সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৩টি, হবিগঞ্জ জেলায় ১৮টি, মৌলভীবাজার জেলায় ১৪টি এবং সুনামগঞ্জ জেলায় ২১টি কেন্দ্র রয়েছে। এবার বাংলা ১ম পত্রে মোট পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৪৮৯ জন। উপস্থিত ছিলেন ৭৬ হাজার ৮২ জন।
জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী রয়েছে ৮৩ হাজার ৭৬৫ জন। তাদের মধ্যে ছেলে ৩৪ হাজার ৬১৩ জন এবং মেয়ে ৪৯ হাজার ১৫২ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৭৪ হাজার ৭৫৫ জন। এছাড়া, মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ৫৯ জন।
এদিকে এইচএসসি পরীক্ষা নির্বিঘœ ও সুষ্ঠু করতে সিলেট নগরীর ২৯টি এলাকাকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারী করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এসব এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন ও ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে পরীক্ষা চলাকালে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।