বিশ্বম্ভরপুরে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৩, ৬:৪৮:০৩ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ বিশ্বম্ভরপুরে পল্লী বিদ্যুতের খুঁটির তারে লেগে শম্ভু দাশ (২৫) নামক একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাদাঘাট (দঃ) ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শম্ভু দাশ ভাটিপাড়া গ্রামের গোপেন্দ্র দাশের পুত্র।
জানা যায়, শম্ভু পাশ্ববর্তী গ্রাম থেকে মনসা পূজার মুর্তি আনতে যায়। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে
উপজেলার বাদাঘাট (দঃ) ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের অবনী-তাহেরের বাড়ীর পাশে বিদ্যুতের তারে ষ্পৃষ্ট হয় শম্ভু দাশ। পরে লোকজন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম বিদ্যুতষ্পৃষ্টে মৃতের নিশ্চিত করেন।