নবীগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৩, ৬:৫৬:৫৩ অপরাহ্ন
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ বলেছেন, উন্নত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদের নৈতিকতা সম্পন্ন মানবিক গুনাবলীর অধিকারী করে গড়ে তুলতে হবে। সেজন্য তাদের সহশিক্ষা কার্যক্রম খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতি গুরুত্ব দিন।
এসব কার্যক্রম তাদের মাদক সহ সমাজ বিরোধী কাজ থেকে রক্ষা করবে। গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজবী আহমেদ খালেদ,আরএমও ডা: চম্পক কিশোর সাহা সুমন, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, নারায়ন রায়, দেবুল ভট্রাচার্য, সাধন দাশ প্রমুখ। উপস্থিত ছিলে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার।