রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমীর পরিচালক কৃতি ফুটবলার জমিরুল হক তালুকদারের ইন্তেকাল সিলেট ও সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩, ১১:২৬:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট ও সুনামগঞ্জের ক্রীড়াঙ্গণের পরিচিত মুখ কৃতি ফুটবলার রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমীর সহকারী পরিচালক (ইনচার্জ) মো. জমিরুল হক তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত ১টার দিকে সিলেট নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসকরা দেখে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, মো. জমিরুল হক তালুকদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামে।
মরহুমের ছোট ভাই রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমী সুনামগঞ্জ এর সাধারণ সম্পাদক ফয়সল তালুকদার জানান, গতকাল শুক্রবার বাদজুমা ইব্রাহীমপুর মসজিদের পশ্চিম মাঠে মো. জমিরুল হক তালুকদারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সিলেট ও সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ফয়সল তালুকদার আরো জানান, মো. জমিরুল হক তালুকদার ছিলেন একজন কৃতি ফুটবলার। তিনি ছিলেন সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি। স্থানীয় রাজা ক্লাব, সুনামগঞ্জ জেলা দল ছাড়াও খেলেছেন ঢাকার আদমজি, ওয়ারি, ব্রাদার্স, পুলিশ ক্লাবসহ বিভিন্ন ক্লাবে। সিলেটের মোহামেডান, গ্লোরিয়ার্সসহ বিভিন্ন ক্লাবেও খেলেছেন। দেশের বাইরে ভারতের করিমগঞ্জ, শিলচরের বিভিন্ন ক্লাবেও খেলেছেন জমিরুল । আমৃত্যু তিনি ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত ছিলেন।
উপমহাদেশের প্রখ্যাত দানবীর, শিক্ষা স্বাস্থ্য ও ক্রীড়ামোদী ড. রাগীব আলী প্রতিষ্ঠিত রাগীব নগরের রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমীর অগ্রযাত্রায় সারথি ছিলেন মো. জমিরুল হক তালুকদার। তাঁর চেষ্টায় এগিয়ে যাচ্ছিলো এই একাডেমী। গতকাল শুক্রবার জমিরুল হক তালুকদারের মৃত্যুর খবর শুনে শুধু একাডেমী নয় দানবীর ড. রাগীব আলী প্রতিষ্ঠিত রাগীব নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে। অত্যন্ত সহজ সরল জীবন যাপনের অধিকারী জমিরুল হক তালুকদারের মৃত্যুর খবর শুনে ড. রাগীব আলীর পরিবারের সদস্যরাও হাসপাতালে ছুটে যান।
অপরদিকে রাগীব রাবেয়া ফাউন্ডেশন, লিডিং ইউনিভার্সিটির শীর্ষ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানাজায় অংশ নেন। সুনামগঞ্জের স্থানীয় ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দের মধ্যে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নাজির আহমদ চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজাসহ বিভিন্ন ক্লাব এর কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।