আল্লামা সাঈদীর কবরস্থানে সার্বক্ষণিক পুলিশী পাহারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩, ১১:৪১:৪৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদ-প্রাপ্ত, পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবরস্থানে সার্বক্ষণিক পুলিশী পাহারা রয়েছে। পুলিশ সেখানে কাউকে দাঁড়াতে বা কবর জিয়ারত করতে দিচ্ছে না।
১৫ আগস্ট বিকেল ৩টায় মাওলানা সাঈদীকে দাফন দেয়ার পরও দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ তার কবরের পাশে এসে জড়ো হতে থাকে এবং কবর জেয়ারত করতে থাকে। এরপর ১৬ আগস্ট রাত থেকে পুলিশ মাওলানা সাঈদীর কবরের পাশে অবস্থান নেয়। এরপর থেকে সেখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। দিন-রাত ২৪ ঘণ্টাই পুলিশ সেখানে অবস্থান নিয়ে আছে। একইসাথে মাওলানা সাঈদীর নিজ উপজেলা ইন্দুরকানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা দায়িত্ব পালন করছেন।