গোলাপগঞ্জে ছাত্রলীগের শোক সভায় এমপি নাহিদ
স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ৫:৪১:২০ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আগামীতেও আমাদের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ২০৪০ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে দেশকে স্বাধীন করেছেন। একাত্তরের পরাজিত শত্রুরা তার উন্নয়ন ও সুযোগ্য নেতৃত্ব মেনে নিতে পারেনি। তাইতো পঁচাত্তরের ১৫ আগস্ট কালোরাতে বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যা করেছিল।
গতকাল শনিবার বেলা ৩ টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা ও পৌর ছাত্রলীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মাহিদ শাওন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খাঁন প্রমুখ।