সিলেটে স্থানীয় সরকার বিভাগ ও ইউএসএআইডির কর্মশালায় সচিব মুহাম্মদ ইব্রাহীম
সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে প্রাথমিক স্বাস্থ্য সেবার গাইডলাইন তৈরির উদ্যোগ নিতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ৫:৪৫:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহীম প্রাথমিক স্বাস্থ্য সেবা গাইডলাইন তৈরির উদ্যোগ নিতে দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভা সমূহের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সরকার বিভাগ এবং ইউএসএআইডি লোকাল হেলথ সিস্টেম সাসটেইনেবিলিটি প্রজেক্ট (এলএইচএসএস)-এর উদ্যোগে সিলেটের একটি অভিজাত হোটেলে গতকাল শনিবার আয়োজিত একটি ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। “প্রাথমিক স্বাস্থ্য সেবা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন: শিখন এবং ভালো উদ্যোগ”-শিরোনামে এ কর্মশালার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে স্থানীয় সরকার সচিব আরো বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি বড় মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য সেবার উদ্যোগ বাস্তবেই মানুষের উপকারে আসবে। সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় প্রয়োজনভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রয়োজনে এক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবকাঠামোগত সহযোগিতা করা হবে। তবে, এ উদ্যোগকে স্বার্থক করতে সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহকে বাস্তবানুগ পদক্ষেপ নিতে হবে।
সংশ্লিষ্টরা জানান, ২০২১ সাল হতে এলএইচএসএস প্রকল্প ৩টি সিটি কর্পোরেশন ও ১১টি পৌরসভার সাথে কার্যক্রম শুরু করে। প্রকল্পের মূল উদ্দেশ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা উন্নয়নের মাধ্যমে নিজস্ব নেতৃত্ব ও ব্যবস্থাপনায় নগর পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টি করা। এলএইচএসএস ছয়টি প্রকল্প পৌরসভা হবিগঞ্জ, জয়পুরহাট, মৌলভীবাজার, নওগাঁ, নাটোর এবং সিরাজগঞ্জকে বাজেট ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য সেবা বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন করার জন প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে।
সংশ্লিষ্টরা আরো জানান, কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ছয়টি প্রকল্প পৌরসভার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা- যাতে তারা তাদের প্রস্তুতকৃত পিএইচসি বাস্তবায়ন পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের কাছে উপস্থাপন করে।
এলজিআইগুলোর লক্ষ্য হল চলতি আর্থিক বছরে (২০২৩-২৪) সফল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংস্থানগুলো সুরক্ষিত করার জন্য এলজিডির সহায়তা চাওয়া। এছাড়াও, কার্যকর সম্পদ সংগ্রহ এবং বাজেট বরাদ্দের জন্য প্রধান স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় প্রয়োজন। অধিকন্তু, কর্মশালার লক্ষ্য একটি ক্রস-লার্নিং পরিবেশ গড়ে তোলা, যেখানে অন্য পাঁচটি পৌরসভা বাজেটভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য সেবা বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া শিখেছে। কর্মশালায় তিনটি সিটি কর্পোরেশন তাদের নিজ নিজ পরিকল্পনার বিপরীতে তাদের অগ্রগতি ও অভিজ্ঞতা উপস্থাপন করে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) মোহাম্মদ শামছুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাগণ, তিনটি সিটি কর্পোরেশন ও ১১টি পৌরসভার কয়েকজন মেয়র, সকল প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তাসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় দেশের শহরাঞ্চলের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বাস্তবায়ন পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য সহযোগিতা, জ্ঞান বিনিময়, এবং সম্পদ সংগ্রহের চেষ্টা করা হয়। কর্মশালায় রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৪টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নেতৃত্ব দলের ৬২ জন অংশগ্রহণকারীকে একত্রিত করা হয়।