কোম্পানীগঞ্জে মেশিনে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ৩:০৯:৪২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ কোম্পানীগঞ্জে মেশিনে ধান ভানতে গিয়ে শুকুরুন নেছা (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে ধান ভাঙানোর মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে গেলে তিনি মারা যান। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভোলাগঞ্জ পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। শুকুরুন ওই গ্রামের সামছুল ইসলাম বতাই এর স্ত্রী।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভোলাগঞ্জ গ্রামের আখতারুজ্জামান নোমান জানান, শনিবার বিকেলে নিজ বাড়িতে ধান ভাঙার মেশিনে ধান ভাঙার কাজ করছিলেন শুকুরুন ও স্বামী সামছুল ইসলাম। এসময় মেশিনের বেল্টের সঙ্গে শুকুরুনের ওড়না পেঁচিয়ে গেলে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান রাসেল জানান, ওই নারীর গলার অর্ধেক কেটে গেছে। বিকেল পাঁচটায় হাসপাতালে আনা হয়। তার আগেই তিনি মারা গেছেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন নারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধান ভাঙার মেশিনের বেল্টে অসাবধানতাবশত: ওড়না পেঁচিয়ে গেলে নারীর মৃত্যু হয়।