ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রায় অংশ নিয়ে বিএনপি নেতার হার্টঅ্যাটাকে মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ৩:১৪:১৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে চান মিয়া (৭০) নামে একজনের হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে। তিনি বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও তিন বারের ইউপি সদস্য।
গতকাল শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে শহরের পাওয়ার হাউজ রোডে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে শহরের পাওয়ার হাউজ রোডের সামনে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রায় অংশ নেন বিএনপি নেতা চান মিয়া। পদযাত্রা চলাকালে হঠাৎ তিনি হার্টঅ্যাটাক করলে দলীয় নেতা-কর্মীরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, চান মিয়া দলের একজন নিবেদিত লোক ছিলেন। তার নেতৃত্বে গতকাল বিজয়নগর উপজেলার প্রায় দুই থেকে তিন শতাধিক নেতা-কর্মী শহরের পদযাত্রায় অংশ নিতে আসে। আমরা সবাই পাওয়ার হাউজ রোডে তার জন্য অপেক্ষা করছিলাম। সে পাওয়ার হাউজ রোডের কাছে জেলা পরিষদ মার্কেটের সামনে এসে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন, বিএনপি নেতা চান মিয়া শহরের পদযাত্রায় অংশ নিতে গিয়ে মারা যান।