বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে পূর্ণ সমর্থন আছে ভারতের: প্রণয় ভার্মা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ৩:২০:৫৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশের উন্নয়নে ভারত পাশে থাকতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে পূর্ণ সমর্থন আছে ভারতের।
গতকাল শনিবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে দুই দেশ এক হয়ে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়ে প্রণয় ভার্মা বলেন, সহিংসতা ও জঙ্গিবাদ নির্মূলে ঢাকার সঙ্গে এক হয়ে কাজ করবে নয়াদিল্লি।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার জন্য সব ষড়যন্ত্র করেছিল আমেরিকা। ১৫ আগস্টের হত্যাকাÐে আমেরিকা জড়িত। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা। কেউ চাইলেও তা মুছে ফেলতে পারবে না।