এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ৪৫৫ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৩, ১২:২০:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট শিক্ষা বোর্ডে গতকাল রোববার অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দ্বিতীয় দিনে ৭৬ হাজার ৪৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহণ করেন ৭৬ হাজার ৩৫ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪৫৫ জন। সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সারা দেশের ন্যায় সিলেটেও পরীক্ষা শুরু হয়। শেষ হয় দুপুর ১টায়। বাংলা দ্বিতীয় পত্রে জেলাওয়ারী অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা সিলেটে ১৯৬, হবিগঞ্জে ৯১, মৌলভীবাজারে ৭৯ এবং সুনামগঞ্জে ৮৯ জন শিক্ষার্থী রয়েছে।
সারা দেশের ন্যায় সিলেট শিক্ষাবোর্ডেও গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৩টি, হবিগঞ্জ জেলায় ১৮টি, মৌলভীবাজার জেলায় ১৪টি এবং সুনামগঞ্জ জেলায় ২১টি কেন্দ্র রয়েছে।
জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী রয়েছে ৮৩ হাজার ৭৬৫ জন। তাদের মধ্যে ছেলে ৩৪ হাজার ৬১৩ জন এবং মেয়ে ৪৯ হাজার ১৫২ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৭৪ হাজার ৭৫৫ জন। এছাড়া, মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ৫৯ জন।
এদিকে এইচএসসি পরীক্ষা নির্বিঘœ ও সুষ্ঠু করতে সিলেট নগরীর ২৯টি এলাকাকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারী করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার।