শাবি ছাত্রলীগ নেতা রিশাদ ঠাকুরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা কর্তৃপক্ষের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৩, ১২:৩৯:২৬ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি গ্রুপের নেতা মোজাহিদুল ইসলাম রিশাদ ওরফে রিশাদ ঠাকুরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিক প্রচেষ্টা চালানো ও সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার নির্যাতনের শিকারে পরিণত করার অভিযোগের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটির সুপারিশের আলোকে ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. রিশাদ ঠাকুরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সে কখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
এর আগে, গত শুক্রবার বিকেল ৩টার দিকে নিজ কক্ষে ডেকে নুর মো. বায়েজিদ নামের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে রিশাদ ঠাকুর নামের ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মারধরের শিকার বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়ার অনুসারী। তবে এ গ্রুপে সুমন মিয়া ও রিশাদ ঠাকুর সহ চারজন নেতা সমন্বিতভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ঘটনার দিনই সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বরাবর রিশাদ ঠাকুরের বিরুদ্ধে কক্ষে ডেকে গালাগালি, মারধর ও মেরে ফেলার হুমকির অভিযোগ দেন বায়েজিদ।