সিলেটে অটিজম শিশুদের পাশে ইংল্যান্ডের বিশেষজ্ঞ শাহমিকা
সন্তানের জন্য সব্বোর্চ্চ ত্যাগ মা-বাবার পক্ষেই সম্ভব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৩, ১:০৩:১৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে অটিজমসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবকদের সংগঠন সঞ্জিবনী ফাউন্ডেশন’র লোগো উন্মোচন হয়েছে। দেশের প্রথম এই ফাউন্ডেশনের লোগো উন্মোচন করেছেন বিশ্বখ্যাত অটিজম স্পেশালিস্ট ইংল্যান্ডের শাহমিকা আগুন। লোগো উন্মোচনের সময় তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর সকল অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সচেতনতা তৈরীর লক্ষ্যে খোদ অভিভাবকরা ঐক্যবদ্ধ হয়ে এভাবে এগিয়ে আসা অনেকটা বিরল। আর সন্তানের জন্য সর্ব্বোচ্চ ত্যাগ মা-বাবার পক্ষেই সম্ভব। এই ত্যাগের বিপরীতে অর্জনও আছে। হয়ত সেই অর্জন দৃশ্যমান হতে একটু সময় লাগে, ধৈর্য্য ধরতে হয়। সন্তানের জন্য অভিভাবকদের কাছে একটু কষ্ট, একটু ধৈর্য্য কামনা করেন তিনি। তিনি বলেন, সমাজে-দেশে-বিদেশেও এমন উদ্যোগ ব্যতিক্রম। সকল গার্ডিয়ানের মধ্যে যোগসূত্র তৈরী বিশেষ চাহিদার সন্তানদেরই মঙ্গল।
গতকাল রোববার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি মার্কেটে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে লোগো উন্মোচন করা হয়। লোগো উন্মোচনের পাশাপাশি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও অভিভাবকদের করণীয় সম্পর্কে পরামর্শ দেন অটিজম বিশেষজ্ঞ শাহমিকা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবকদের সংগঠন সঞ্জিবনী ফাউন্ডেশনের আহবানে অনুষ্ঠানে যোগ দিতে এই প্রথম সিলেট আসেন তিনি।
লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সাংবাদিক সজল ছত্রী, সাংবাদিক আহমাদ সেলিম, সাংবাদিক আজমল খান, ডিভিসির ক্যামেরাপার্সন মোজাম্মেল হোসেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম সিংহ, মারুফ চৌধুরী, আবু মনসুর, শওকত হোসেন, গীতা রাণী শর্ম্মা, জাকারিয়া হোসেন, আশুতোষ সিংহ, সায়মা সুলতানা, মো: কুতুবুজ্জামান, সুদীপ্ত পাল, রেহানা বেগম, প্রতাপ বৈদ্য, মারুফ চৌধুরী, কেয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, সমস্যা বিশেষ চাহিদার শিশুদের নিয়ে নয়, অনেকখানে তাদের প্রধান সহায়ক, অভিভাবকদের নিয়েও সমস্যা হচ্ছে। তারা অনেকেই শিশুর সমস্যা আড়াল করা, তাবিজ, কবচ, ঝাঁড়-ফুক, ওঁঝা, হাতুড়ে ডাক্তারের কাছে যাচ্ছেন। এতে শিশুর ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ছে, এটা দু:খজনক। সচেতনতার অভাবেই এসব হচ্ছে। তাই, সচেতনতা সৃষ্টিই এখন জরুরি। অথচ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ পরামর্শ দেয়া, প্রয়োজনীয় সেবা দেয়ার একাধিক প্রতিষ্ঠান এই নগরীতেই গড়ে উঠেছে।
সঞ্জিবনী ফাউন্ডেশনের উদ্যোক্তারা বলেন, সঞ্জিবনী ফাউন্ডেশন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবকদের এক গার্ডিয়ান নেটওয়ার্ক। এই সংগঠনের প্রধান লক্ষ্যই হল পরস্পরের মধ্যে সচেতনতা-শেয়ারিং বৃদ্ধি করা। সঞ্জিবনীর অঙ্গীকার নিরন্তর বিশেষ শিশুদের পাশে থাকা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা।