সিলেটে গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী পালন
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ৮:৪১:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো সিলেটেও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে ২০০৪ সালে ২১ আগস্ট রাজধানী ঢাকার বুকে আওয়ামী লীগের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে চালানো হয় নজিরবিহীন হত্যাযজ্ঞ। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করেছিল মানবতাকে। বক্তারা বলেন, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সিলেট মহানগর আওয়ামী লীগ : সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা নয়, সারা দেশের জেলা ও উপজেলায় বোমা হামলা করা হয়েছিল। বিভিন্ন জায়গায় নেতা-কর্মীরা জখম হয়েছিলেন। তবে বোমা মেরেও তারা সফল হতে পারেনি। তারা পরাজিত হয়েছে। আওয়ামী লীগ কে বোমা মেরে নিশ্চিহ্ন করা যাবে না। লড়াই-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের জন্ম হয়েছে।
তিনি বলেন, ৫১ বছর পূর্বে আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ এগিয়ে গেছে। সারা বিশ্বে দেশের উন্নয়নের সুনাম হয়েছে। বোমা হামলা আর ষড়যন্ত্র করে আওয়ামী লীগের অগ্রযাত্রাকে রুখে দেওয়া যাবে না।
গতকাল সোমবার দুপুরে জঙ্গিগোষ্ঠীর গ্রেনেড হামলা দিবসের প্রতিবাদে বন্দরবাজার কোর্ট পয়েন্টের কালেক্টর জামে মসজিদের সম্মুখে মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মো. সানাওর, সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডাঃ আরমান আহমদ শিপলু।
উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জগদীশ চন্দ্র দাস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্মবিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ মোঃ আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সুদীপ দেব, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মহসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, কানাই দত্ত, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর যুব মহিলা লীগের সভাপতি সুফিয়া ইকবাল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী, সালউদ্দিন বক্স সালাই, ফখরুল হাসান, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, ইসমাইল মাহমুদ সুজন, ফয়সল আক্তার ছোবহানী, আব্দুস সালাম সাহেদ, মোঃ ছয়েফ খাঁন ও সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুস সাদাত, সোয়েব বাসিত, জায়েদ আহমেদ খাঁন সায়েক, মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, আহমেদ হান্নান, মইনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, জাবেদ আহমদ, সেলিম আহমদ সেমিম, বদরুল ইসলাম, গুলজার আহমদ জগলু, আনোয়ার হোসেন আনার সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট জেলা আওয়ামী লীগ : গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী পালন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, জেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, জেলা যুব লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা জেবুন্নেছা হক বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে ২০০৪ সালে ২১ আগস্ট রাজধানী ঢাকার বুকে আওয়ামী লীগের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে চালানো হয় নজিরবিহীন হত্যাযজ্ঞ। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করেছিল মানবতাকে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের ঘটনা। তিনি বলেন, সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে নিজেই সন্ত্রাসের শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, নাজনীন হোসেন, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এম কে শাফি চৌধুরী এলিম, আবু হেনা মোঃ ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, এডভোকেট ফখরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, গোলাপ মিয়া, ডাঃ নাজরা আহমদ চৌধুরী। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাকীম দিনা আক্তার, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সিলেট মহানগর ছাত্রলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে ও গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমেদ এর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী প্রমুখ।
সিলেট মহানগর যুবলীগ : গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ সকলের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর যুবলীগ।
গতকাল সোমবার বাদ জোহর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। এসময় উপস্থিত ছিলেন- রাহেল আহমদ চৌধুরী, সুলতান মাহমুদ সাজু, জুবের আহমদ, আনিসুর রহমান তিতাস, রুপম আহমদ, এমদাদ হোসেন ইমু,সাকারিয়া হোসেন সাকির, আলী হোসেন, সাইদুর রহমান, জহিরুল ইসলাম রিপন, শামীম আহমদ, রুহুল আমিন, আমিনুল ইসলাম আমিন, শেখ রেজাউল করিম হাসান, ইসতিয়াক আহমেদ চৌধুরী পিন্টু, সুমন মনসুর চৌধুরী, হাফিজুর রহমান চৌধুরী শিপলু, সুমন ইসলাম খান, আব্দুর রকিব, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, সাদিকুর রহমান সোহাগ, নাইম আহমদ, মুমিনুল ইসলাম, ইবনে নুমান, রবি হাসান শুভ, জুয়েল আহমদ প্রমুখ। এসময় গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আখালিয়াঘাট আওয়ামী লীগ ও যুবলীগ : ১৯তম গ্রেনেড হামলার বার্ষিকী পালন উপলক্ষে সিলেট শাবিপ্রবি আখালিয়াঘাট স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে গতকাল সোমবার বাদ জোহর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও জালালাবাদ থানা আওয়ামী লীগের সভাপতি এম. উস্তার আলী। জালালাবাদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোহর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতা এডভোকেট শাহজাহান এপিপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন, মন্তাজ আলী, মোবারক হোসেন, জালালাবাদ থানা ব্লক যুবলীগের আহবায়ক দুলাল মিয়া, আব্দুল হান্নান, আব্দুল মোত্তালিব, আওয়ামী লীগ নেতা সিরাজ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোস্তাক আহমদ রাজন, আব্দুল কাদির, ছাত্রলীগ নেতা সৌরভ মাহিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ কামনা এবং ২১ আগস্টে নিহত আওয়ামী লীগ নেত্রী শহীদ আইভি রহমানসহ সকল শহীদের রূহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালন করেন হাফিজ ক্বারি মইনুল ইসলাম।
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ : সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুর রহমান চৌধুরী জাবেদের উদ্যোগে বৃহত্তর তেলিহাওর ব্লক গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে গ্রেনেড হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা যুবলীগ নেতা জুবের আহমদের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য মো: জহিরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য মো: নুরুল ইসলাম, মো: সেলিম উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিফজুর রহমান, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডা: ইব্রাহিম আলী, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মকছুছ, সিলেট জেলা তাতীলীগের সহ সভাপতি নায়েদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ছুটন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মো: নাজিম উদ্দীন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল আমিন হাসান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আবজল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রানা, জালাল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাহানুর আহমদ হৃদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা
শান্তিগঞ্জ উপজেলা : শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহীদদের স্মরণে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে শান্তিগঞ্জস্থ পরিকল্পনা মন্ত্রীর হিজল বাড়ি থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিগঞ্জবাজার মান্নান চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাক ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, আওয়ামী লীগ নেতা হাজী তহুর আলী, আবাব মিয়া, তেরাব আলী, এনামুল কবির, আসাদুর রহমান আসাদ, ননী গোপাল দাস, কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার, তাঁতীলীগের সভাপতি মুস্তফা মিয়া, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন,সাবেক চেয়ারম্যান রফিক খান, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, ফরিদ মিয়া, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, বর্তমান কমিটির সহ সভাপতি জুবেল আহমদ, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, সাবেক সভাপতি রয়েল আহমদ, সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, বর্তমান সাধারণ সম্পাদক নাইম আহমদসহ সভাপতি নিতাই দাস ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।
ছাতক উপজেলা : ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ছাতকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের মন্ডলীভোগস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর নাজিমুল হক, কৃষকলীগ নেতা বাবুল পাল, আওয়ামী লীগ নেতা প্রণয় কুমার আচার্য্য মুন্না, এবাদুল হক এমাদ, আফিক আলী, শামছুল ইসলাম মেম্বার, কবির হোসেন, শ্রমিকলীগ নেতা তপন তরফদার, সাবেক পৌর কাউন্সিলর সুদীপ দে, আওয়ামী লীগ নেতা সুন্দর আলী বুলবুল, চরমহল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন, যুবলীগ নেতা কামরুল ইসলাম কাজল, একলাছ মিয়া, জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ আহমদ চৌধুরী, আব্দুল কাদির তালুকদার, রুবেল তালুকদার জনি, আতাউল সানি,হুমায়ুন কবির রুবেল, শামীম আহমদ, তোফায়েল তালুকদার, রানা মিয়া, মুজিব, হক হাফিজুর রহমান, জুবায়ের আহমদ, জাকির হোসেন, শিমুল তালুকদার প্রমুখ।
তাহিরপুর উপজেলা : তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ধর্মপাশা উপজেলার সুখাইড় উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সুনামগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় গতকাল সোমবার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমেদ।
পরে তিনি সুখাইড় জনসাধারণের দাবির প্রেক্ষিতে স্থানীয় মসজিদ ও মাদ্রাসা উন্নয়ন কাজের জন্য নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
সুখাইড় উত্তর ইউনিয়ন সদস্য বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, ইউনিয়ন সদস্য দুর্জয় বর্মণ লিটন, জয়শ্রী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ দাস, উপজেলা ছাত্রলীগ নেতা বাঁধন সরকার, জামালগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রেজওয়ান আহমেদ জনি প্রমুখ।