ওসমানীনগরে পাশবিকতার অভিযোগে যুবক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ১২:২৪:৩৭ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ওসমানীনগরে একুশ বছরের এক যুবতী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগী যুবতী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে বিনোদ বিশ্বাস (২৫) কে আসামী করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা কমলা কান্ত মালাকার অভিযুক্ত বিনোদ বিশ্বাসকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। গ্রেফতারকৃত বিনোদ বিশ্বাস ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের লামাতাজপুর গ্রামের বারিন্দ্র বিশ্বাসের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বিনোদ বিশ্বাস চলতি বছরের পাঁচ জানুয়ারি থেকে দুই আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ওই যুবতীকে পাশবিক নির্যাতন করেন। এক পর্যায়ে পাশবিকতার মাত্রা বাড়তে থাকলে মেয়েটি তার মাকে জানালে টনক নড়ে। পরে মেয়েটিকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে ওসমানীনগর থানায় এসে নির্যাতিতা লিখিত অভিযোগ দাখিল করলে মামলা রুজু করা হয়। এর প্রেক্ষিতে অভিযুক্ত বিনোদ বিশ্বাসকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।