হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ গউছসহ বিএনপির ৭শ’ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের দুই মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ১২:২৯:১৬ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৭শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিস্ফোরক এবং পুলিশ এসল্ট আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছকে প্রধান আসামী করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সদর থানার ওসি তদন্ত বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সদর থানার এস আই ওয়াহেদ গাজী বাদি হয়ে বিস্ফোরক আইনে ৯০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আর এস আই খোরশেদ আলম বাদি হয়ে ৯৭ জনের নাম উল্লেখ করে পুলিশ এসল্ট মামলাটি দায়ের করেন। উভয় মামলায় অন্তত আরও ৬শ’ থেকে ৭শ’ জনকে অজ্ঞাত আসামী রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। শুরু থেকে কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কিন্তু কর্মসূচি শেষে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। আহত হন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আশংকাজনক অবস্থায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়াল, যুবদল নেতা আমিন শাহ, নূর উদ্দিন, ছাত্রদল নেতা সৈয়দ আশরাফ আহমেদ, মনিরুজ্জামান, অলিউর রহমান অলি, সাইফুল রহমান বাবু, সাবের আহমেদ ও অনিক হাসানকে সিলেটে চিকিৎসা দেয়া হচ্ছে।