গৌহাটিতে পটেনশিয়াল নর্থ-ইস্ট বিজনেস সামিট
বাংলাদেশ সরকার ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আন্তরিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৫:০৫:৫৮ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ বাংলাদেশ সরকার ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে খুবই আন্তরিক। এ ক্ষেত্রে বিরাজমান বাধাসমূহ দূরীকরণে উভয়দেশের সরকার ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে।
গতকাল মঙ্গলবার গৌহাটির মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারে ভারতের পিএইচডি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে পটেনশিয়াল নর্থ-ইস্ট বিজনেস সামিট-এ বক্তারা এ কথা বলেন।
সম্মেলনে সিলেট চেম্বারের প্রতিনিধি দলের দলনেতা ও সভাপতি তাহমিন আহমদ বলেন, ভারত শুধু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রই নয়, বাংলাদেশের কাছে সর্বোচ্চ রপ্তানিকারক দেশ ভারত। কিন্তু ভারত থেকে রপ্তানির তুলনায় বাংলাদেশ থেকে খুবই কম সংখ্যক পণ্য ভারতে আমদানি হয়ে থাকে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে কোয়ালিটি সার্টিফিকেট প্রয়োজন তা রাজধানী নয়াদিল্লী থেকে সংগ্রহ করতে হয়, যা সময় ও ব্যয়সাপেক্ষ। তাই তিনি সীমান্তের নিকটবর্তী স্থানে সার্টিফিকেশন অথরিটির অফিস স্থাপন বা বাংলাদেশের বিএসটিআই এর সার্টিফিকেট গ্রহনের নিয়ম চালুর অনুরোধ জানান।
চেম্বার সভাপতি আরো বলেন, সিলেটে অনেক মৌসুমী শাক-সবজি, ফলমূল উৎপাদিত হয়। তা সিলেটের বিভিন্ন স্থলবন্দর দিয়ে কম খরচে ভারতে আমদানি করা সম্ভব। কিন্তু ভারতে সকল ধরণের পণ্য আমদানির অনুমতি না থাকায় বাংলাদেশ থেকে তা রপ্তানি করা সম্ভব হয় না। তিনি দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণে ভারতে বাংলাদেশি সকল পণ্য আমদানির অনুমতি প্রদানেরও অনুরোধ জানান।
এছাড়াও সিলেট চেম্বার সভাপতি ভারতের বিভিন্ন রাজ্যে বা ভারত হয়ে নেপাল ও ভূটানে পণ্য রপ্তানির ক্ষেত্রে সাপ্টা চুক্তি অনুসারে ১০ ভাগ রাজ্য উন্নয়ন ট্যাক্স রহিতকরণ, মেঘালয় থেকে আমদানিকৃত কয়লা আসাম রাজ্য দিয়ে পরিবহনের অনুমতি প্রদান, জকিগঞ্জ-করিমগঞ্জ সীমান্তে কুশিয়ারা নদীর উপর লিংক ব্রিজ নির্মাণ ও ট্যুরিজম খাতের উন্নয়নে দুই দেশের সরকারকে একত্রে কাজ করার আহ্বান জানান।
এতে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ভারতের এপিডিএ এর ডিজিএম সুনিতা রাই, পিএইচডিসিসিআই এর রেসিডেন্ট ডাইরেক্টর বিভূতি দত্ত, আসাম সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্ট এর ডাইরেক্টর শ্রী ভাস্কর পেগু, ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্ট এর কমিশনার ওইনাম সারানকুমার সিং, সিলেট চেম্বারের প্রতিনিধিদলের সদস্য সাবেক সহ-সভাপতি হাজী মো. দিলওয়ার হোসেন, চেম্বারের সহ-সভাপতি মো. আতিক হোসেন, পরিচালক জিয়াউল হক, দেবাংশু দাস, কাজী মো. মোস্তাফিজুর রহমান, বিশ্বজিৎ দে জয়, মো. রশিদ আহমদ, মো. শাহআলম রাফি প্রমুখ।
এ আগে আসামের গোহাটিতে অনুষ্ঠিত পটেনশিয়াল নর্থ-ইস্ট বিজনেস সামিট-এ যোগদান করতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল গৌহাটি যান।