জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে ট্রাক নদীতে ॥ চালক ও হেল্পার নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৫:১২:১২ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে মালবাহী ট্রাক নদীতে পড়ে চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর নলজুর নদের কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুতে গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার নিহত ট্রাক চালক সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের ফারুক মিয়া (৫০) ও সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ধুপাগুল এলাকার বাসিন্দা হেলপার জাকির আহমদ কলিন্স (৩৫) এর লাশ উদ্ধার হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, ঢাকা থেকে জগন্নাথপুর বাজারের মেসার্স ফাতেমা ট্রেডার্স এ ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে এসেছিল ট্রাকটি। জগন্নাথপুর বাজারের আসার আগে ইছগাঁও এলাকায় নলজুর নদের ওপর বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যায়। এতে চালক ও তার সহকারী নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে এক ঘন্টা প্রচেষ্টার পর লাশ দুটি উদ্ধার করে। খবর পেয়ে শত শত লোক সেতু এলাকায় জড়ো হন।
ঘটনাস্থলে কথা হলে মেসার্স ফাতেমা ট্রেডার্স-এর মালিক শাকিল চিশতি জানান, তার রড সিমেন্টের দোকানের জন্য ঢাকা থেকে সিমেন্ট নিয়ে ট্রাকটি আসছিল। সব সময় ওই চালক মালামাল নিয়ে আসেন। সময় বাঁচাতে ঝুঁকিপূর্ণ সেতুর কথা জেনেও চালক এ সড়ক দিয়ে আসছিল। তিনি লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানান।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এমনিতেই এ সেতুটি ঝুঁকিপূর্ণ। তারমধ্যে অতিরিক্ত মাল নিয়ে পারাপার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ইতোমধ্যে একাধিকবার সেতুর পাটাতন খুলে নদীতে পড়ার ঘটনা সবাই জানেন। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পদক্ষেপ নিচ্ছি।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, মহাসড়কের কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এদিকে সুনামগঞ্জ জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গের ওপর বেইলি সেতু ভেঙে পড়ায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
প্রসঙ্গত গত বছরের নভেম্বর মাসে মহাসড়কের রানীগঞ্জ সেতুসহ আটটি সেতু উদ্বোধনের পর থেকে এ মহাসড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে ঢাকার ৫৫ কিলোমিটার দূরত্ব কমায় আঞ্চলিক এ মহাসড়ক দিয়ে সব ধরনের বড় বড় যানবাহন চলাচল শুরু হয়।