প্রবীণ রাজনীতিবিদ মনির উদ্দিন মাস্টারের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ২:০৭:০৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও সিলেট জেলা জেএসডি’র সাবেক সভাপতি, গোয়াইনঘাট উপজেলার রস্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ মনির উদ্দিন মাস্টার আর নেই। গতকাল মঙ্গলবার ভোরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ পুত্র, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মরহুমের ১ম নামাজে জানাজা গতকাল মঙ্গলবার সকাল ৯টায় মেজরটিলাবাজার সংলগ্ন তার বাসভবনের পাশে এবং ২য় জানাজা বাদ জোহর গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় ঈদগাহ মাঠে সম্পন্ন হয়। পরে মরহুমের লাশ তার নিজগ্রাম উপজেলার উপরগ্রাম পরিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন কাজে জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
মরহুম মনির উদ্দিন মাস্টার জাতীয় সমাজতান্ত্রিক দলের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন। তিনি দলের প্রার্থী হিসেবে সিলেট-৪ আসনে ৫ বার জাতীয় সংসদ নির্বাচন ও ১ বার গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি দু’বার গোয়াইনঘাট উপজেলার রস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সিলেট সদরে অবস্থিত টুকেরবাজার আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় ও গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন তিনি।
মনির উদ্দিন মাস্টারের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী আ.স.ম আব্দুর রব, সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ সভাপতি ও সিলেট জেলা জেএসডি’র আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক, কেন্দ্রীয় সহ সভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট, যুক্তরাজ্য জেএসডি’র সভাপতি ছমির উদ্দিন, সাধারণ সম্পাদক চৌধুরী শাহেদ কামাল টিটো, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট জেলা জেএসডি’র ভারপ্রাপ্ত সদস্যসচিব কাওছার আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা সদস্যসচিব আনোয়ার হোসেন, জেএসডি নেতা হোসেন আহমদ, রিয়াজ উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট এক বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও সিলেট জেলা জেএসডি’র সাবেক সভাপতি, গোয়াইনঘাট উপজেলার রস্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ মনির উদ্দিন মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।