সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ২:৪৯:২৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে জাল দলিল রেজিস্ট্রি
করার সময় আটক ৩
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে জাল দলিল রেজিস্ট্রি (নিবন্ধন) করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- ভূয়া দলিল দাতা আব্দুল মালিক (৮৬), তাজুল ইসলাম (৫৪) ও দলিল সনাক্তকারী অজি উদ্দিন (৩৫)।
গতকাল মঙ্গলবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ সাব রেজিস্ট্রার আখলাকুর রহমান ও কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রাজনগর গ্রামের আব্দুল মালিক ও তাজুল ইসলাম ১০ শতাংশ জমির ভূয়া মালিক সেজে মেঘারগাঁও গ্রামের সবুজ নামের ব্যক্তিকে ক্রেতা সাজিয়ে জাল দলিল তৈরি করেন। পরে উক্ত জাল দলিল নিবন্ধন করার জন্য সাব রেজিস্ট্রার আখলাকের এজলাসে উপস্থাপন করেন।
এসময় সাব রেজিস্ট্রার আখলাকের জিজ্ঞাসাবাদে জাল দলিল তৈরির ঘটনাটি ধরা পড়ে। সাব রেজিস্ট্রার বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং এবং সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিনকে জানান। খবর পেয়ে তারা সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আল আমিন সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে ভুয়া দুই দাতাসহ তিনজনকে আটক করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, জাল দলিল রেজিস্ট্রি করার ঘটনায় সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। এতে আটক তিন ব্যক্তিসহ ছয়কে আসামি করা হয়েছে।