আজ এডভোকেট মাওলানা রশীদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ২:৫০:৪০ অপরাহ্ন
ডাক ডেস্ক : লেখক-সমাজসেবী, গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ আগস্ট। ২০২১ সালের এই দিনে করোনা আক্রান্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন এই সমাজহিতৈষী।
জীবদ্দশায় তিনি নিজেকে এলাকার মানুষের কল্যাণে উৎসর্গ করেছিলেন। এজন্য তিনি একাধিক সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিশেষ করে মাহমুদ হোসাইন মহিলা দাখিল মাদরাসা, আবু রশীদ মেডিকেল সেন্টার। গোলাপগঞ্জ বিয়ানীবাজার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, জিবি লিগ্যাল এইড, সর্বোপরি গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ উল্লেখযোগ্য। এছাড়া তার পৃষ্ঠপোষকতায় সিলেটে প্রথমবারের মতো হিফজুল ক্বোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ বিয়ানীবাজার ফুটবল লীগ চালু করে এই অঞ্চলে ক্রীড়া ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখেন এডভোকেট মাওলানা রশীদ আহমদ।
তাঁর লেখা আলোচিত গ্রন্থের মধ্যে রয়েছে, একটি বিশুদ্ধ হজ্বের সন্ধানে, মৃত্যু পরে কি হবে?, নবুওতের সোনালী কিরণ, মসনদের মোহ’ ইত্যাদি। এডভোকেট মাওলানা রশীদ আহমদ; সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ছিলেন এবং জেলা আইনজীবী সমিতিসহ অসংখ্য সংস্থার সাথে জড়িত ছিলেন।
তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে-বিদেশে দোয়া, আলোচনাসহ নানা কর্মসূচি পালন করা হবে। আগামী ২৬ আগস্ট শনিবার গোলাপগঞ্জ পৌরসভার মিলনায়তনে বিকেল তিনটায় তার পত্রিকার সহকর্মীদের উদ্যোগে এক দোয়া মাহফিল ও স্মরণ সভায় আয়োজন করা হয়েছে।
এতে মরহুমের শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করা হয়েছে।