মির্জা ফখরুলের অভিযোগ
পশ্চিমা বিশ্ব এবং ভারতকে দেখাতেই সরকার দেশে ‘জঙ্গি নাটক’ করছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৩:০১:০৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : পশ্চিমা বিশ্ব এবং ভারতকে দেখাতেই সরকার দেশে ‘জঙ্গি নাটক’ করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।
কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির একাংশের প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা পাড়া থেকে একটা গহীন জঙ্গলের কথা বলে নিরীহ সাধারণ মানুষজনকে জঙ্গি বলে তুলে নিয়ে এলো। এটা প্রয়োজন আছে তাদের। কারণ, তারা দেখাতে চায় যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে এটাকে দমন করবার জন্য শুধু তাদেরই দরকার। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং সেটা দেখাতে চায় পশ্চিমা বিশ্বকে, ভারতকে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা তো জানি যে জঙ্গি বলতে তারা জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি এই সরকার। এখানে সাধারণ মানুষের ওপর আজ সন্ত্রাস-
জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে তারা হত্যা করছে, ধ্বংস করছে, তাদের সব অধিকার কেড়ে নিচ্ছে।’
‘এই সরকারের অধীন আর নির্বাচন নয়’মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব রাজনৈতিক দল, এখানে যারা আছে, তারা; বাইরে যারা আছে, তারা এবং যুগপৎ আন্দোলন যারা করছি, তার বাইরেও সব রাজনৈতিক দল আজ একমত হয়েছে প্রায় যে এখন আমরা এই সরকারের অধীন কোনো নির্বাচনে যাব না।’
মির্জা ফখরুলের দাবি, এই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশনের অধীন নির্বাচন করতে হবে। তাহলেই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সুযোগ সৃষ্টি করা যাবে।