রওশন এরশাদ জাপা’র চেয়ারম্যান ও নানা নাটকীয়তা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৩:০৭:২৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : এবার রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রেরণের পর এ নিয়ে নানা নাটকীয়তা শুরু হয়েছে। বিজ্ঞপ্তিটি গতকাল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে জানেন না দলটির অন্য নেতারা।
এদিকে, নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে রওশন এরশাদের নামে যে বিজ্ঞপ্তি এসেছে তার সত্যতা নাকচ করেছেন তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ।
তিনি বলেছেন, এ বিষয়ে রওশন এরশাদ কিছুই জানেন না। এটা একটা চক্রান্ত এবং এর প্রতিবাদ তারা জানাবেন।
সেনা শাসক এইচ এম এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির কর্তৃত্ব নিয়ে তার স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জি এম কাদেরের বিরোধ দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয়।
তখন জাতীয় পার্টির নেতাদের উদ্যোগে সমঝোতায় রওশন সংসদে বিরোধীদলীয় নেতা এবং দলের প্রধান পৃষ্ঠপোষক হন, আর জি এম কাদের হন দলের চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা।
তারপরও নেতৃত্ব নিয়ে টানাপড়েন চলছিল। তার মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে গতকাল মঙ্গলবার রওশনের নামে বিজ্ঞপ্তি আসে সংবাদ মাধ্যমে, যেখানে তিনি নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন।
মেয়াদোত্তীর্ণ কমিটি, নানা ধরনের মামলা-মোকদ্দমা এবং দল পরিচালনায় ‘অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের কারণে’ কাদেরকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয় তাতে।
রওশন লেখেন, “আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।”
এই বিজ্ঞপ্তি ‘ভুয়া’ বলে তখনই দাবি করেছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, যিনি দলে কাদেরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
এই বিজ্ঞপ্তির সত্যতা জানতে চাইলে পরে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেন, “আমার কাছে যখন ইনফর্মেশনটা এসেছে, তখন আমি ম্যাডামকে (রওশন) বিষয়টা জিজ্ঞাস করেছি, ম্যাডাম বলেছেন, ‘বিষয়টা আমি জানিই না, কারা করেছে, এটা বের কর’। আমি তো জানিই না, ম্যাডামও জানেন না।”
সংসদে বিরোধীদলীয় নেতা রওশনের পক্ষে বিবৃতি-বিজ্ঞপ্তি এতদিন ধরে সৌদি আরবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহর মাধ্যমেই আসছে।
এবারের বিজ্ঞপ্তি নিয়ে তিনি বলেন, “এটা একচুয়ালি চক্রান্ত হয়েছে, কন্সপিরেসি হয়েছে।”
কারা করেছে, জানতে পেরেছেন- এ প্রশ্নে গোলাম মসীহ বলেন, “পার্টির কিছু অতি উৎসাহী লোক থাকে না? কে করেছে, আমরা এটা বের করার চেষ্টা করছি।”
বিজ্ঞপ্তিটি আসার পর তার কোনো ‘ভিত্তি নেই’ বলে চুন্নু দাবি করলেও বিপরীত বক্তব্য এসেছিল সাবেক মহাসচিব ও সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গাঁর। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এই নেতা বলেছিলেন, এই সিদ্ধান্ত না মানলে চুন্নুরা রাস্তায় নামতে পারেন।
জাতীয় পার্টিতে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকতে পারে, তবে দল ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করেন গোলাম মসীহ।
ভারত সফররত জি এম কাদেরের সঙ্গে এনিয়ে আলোচনা হয়েছে কি না- প্রশ্নে মসীহ বলেন, “তিনি দেশের বাইরে। আমাদের দলের লোকজন ক্ষুব্ধ, এটা কীভাবে হলো? আমরা বিব্রত।”
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের সম্প্রতি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন