ফেঞ্চুগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়
সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়ন চাইবেন এডভোকেট মনির হোসাইন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৩:০৯:১৪ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট ৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনির হোসাইন। গত সোমবার ফেঞ্চুগঞ্জ যুব সংঘ কার্যালয়ে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
মতবিনিময় কালে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মনির হোসাইন বলেন, দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত রেখেছি। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা চেতনায় দেশ আজ উন্নয়নের রোড মডেলে যাচ্ছে। আশাবাদ ব্যক্ত করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে নৌকার মনোনয়ন পাবেন তিনি। উপস্থিত সাংবাদিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শাকিল মাহমুদ মইন, ফেঞ্চুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোকনুর রহমান, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী দুলাল আহমদ, সাংবাদিকদের মধ্যে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ-সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, অর্থ সম্পাদক বদরুল আমীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান কিনেল, আর কে দাশ চয়ন, সহযোগী সদস্য আসিব ইকবাল ইরন, ছামী হায়দার প্রমুখ।