সুনামগঞ্জে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ১১:১২:৫৩ অপরাহ্ন
জাউয়া বাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে মদনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান জিয়াউল ইসলাম (৩০) নামের ওই যুবক। তিনি ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্য্যাদ গ্রামের টেকের বাড়ির মৃত শাবাজুল ইসলামের পুত্র। এছাড়া, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান একই গ্রামের আব্দুস সামাদের পুত্র মিলাদ হোসেন (১৮) নামের ওপর যুবক।
জয়কলস হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ছাতকের মর্য্যাদ গ্রামের নিহত জিয়াউল ইসলামসহ আহতরা সুনামগঞ্জ কোর্ট থেকে মামলা সংক্রান্ত কাজ শেষে নম্বরবিহীন সিএনজি অটোরিক্সায় বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের মদনপুর নামক স্থানে সুনামগঞ্জগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো,ম-১১-৫৭৫১)এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জিয়াউল ইসলাম মারা যান।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কবির জানান, লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। চালক দুই জন পলাতক রয়েছে এবং গাড়ি দুটি হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে। শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা হতাহতদের উদ্ধার করি। ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিক্সা চালকের লাশ উদ্ধারের পাশাপাশি বাকি আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়।
দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ সদস্য মর্য্যাদ গ্রামের আব্দুল আলিম জানান, ওই দুর্ঘটনায় আহত মিলাদ হোসেন (১৮) রাত সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত যুবকের পিতাসহ আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।