ইউসেপ সিলেটের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার
কৃতিত্বের স্বীকৃতি শিক্ষার্থীদের আরো উৎসাহী ও উদ্যমী করে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ১১:২৮:৪০ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, জীবনে সফল হতে হলে পরিশ্রমের কোন বিকল্প নাই। এসএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া মানে, জীবনের একটি ধাপ সফলতার সাথে অতিক্রম করা। সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হলে সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। সেজন্য লক্ষ্য স্থির করে পরিশ্রম করে যেতে হবে। তিনি বলেন, বৃত্তি প্রদান কৃতিত্বের স্বীকৃতি। কৃতিত্বের স্বীকৃতি শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে আরো উৎসাহী ও উদ্যমী করে।
ইউসেপ সিলেট অঞ্চলের দুইটি টেকনিক্যাল স্কুলের ২০২৩ সালের এসএসসি-ভোকেশনাল ও এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত মঙ্গলবার বটেশ্বরস্থ ইউসেপ আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল করিম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবই অধ্যয়নের পাশাপাশি গল্প, উপন্যাস, রম্য রচনা এবং জ্ঞান আহরণের জন্য সাহিত্য, বিজ্ঞানভিত্তিক এবং ইতিহাস সম্পর্কিত বই পড়ার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফালাহ উদ্দিন আলী আহমেদ, আলীম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও ইউসেপ এমপ্লয়ার্স কমিটির চেয়ারপার্সন আলীমুল এহছান চৌধুরী, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাসেম, এসমএপির ডেপুটি পুলিশ কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব, সিলেট সমাজসেবার উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, ফুলকলির ডেপুটি জেনারেল ম্যানেজার মো: জসীম উদ্দিন খন্দকার, খাদিম সিরামিক্স এর এসিটটেন্ট জেনারেল ম্যানেজার মোঃ শাহিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো: কাইউম মোল্লা।
অনুষ্ঠানের সভাপতি ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মো: আব্দুল করিম বলেছেন, চরম দুঃখ, দারিদ্র্য ও কষ্টের মাঝে থেকেও যে সাফল্য অর্জন করা যায়; তার বাস্তব প্রমাণ দেখিয়েছে ইউসেপ সিলেট অঞ্চলের কারিগরি বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল ও এসএসসি প্রোগাম এর মেধাবী শিক্ষার্থীরা। দরিদ্র ও সুবিধাবঞ্চিত এসব শিক্ষার্থীরা ইউসেপ এর সহযোগিতায় স্বপ্ন বাস্তবায়নের প্রথম সঁিড়িতে পা রেখেছে। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।