শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে ১৪ কোটি টাকার ৪ উন্নয়ন প্রকল্প অনুমোদন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ১১:৪২:২২ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় ১৪ কোটি টাকার ৪টি প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্পের আওতায় মাটি ভরাট, রাস্তা নির্মাণ, কালভার্ট ও গার্ডওয়াল নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়েছে। অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে, জগন্নাথপুর উপজেলার বড় শেওড়া থেকে রমাপতিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামন পর্যন্ত রাস্তা, শান্তিগঞ্জ উপজেলার শিবপুর থেকে বীরগাঁও পর্যন্ত রাস্তা, হাসনাবাদের মাথাল থেকে ডুংরিয়া পর্যন্ত এবং ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের সামন হতে সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে পর্যন্ত রাস্তা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।
এদিকে, প্রকল্পের কাজের দরপত্র আহবানে স্থানীয় এলাকাবাসী উচ্ছ¡াস প্রকাশ করেছেন। পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। এই রাস্তাটি আমাদের বহু বছরের স্বপ্ন ছিল। রাস্তার কাজ শেষ হয়ে গেলে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু বলেন, পরিকল্পনামন্ত্রী ছাড়া এতো প্রকল্প বাস্তবায়ন সম্ভব ছিল না। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, এই প্রকল্পগুলো বাস্তবায়ন হয়ে গেলে দ্রæততম সময়ের মধ্যেই মানুষ উপজেলা সদরে যাতায়াত করতে পারবেন।