কর্মবিরতি প্রত্যাহার
কাজে ফিরলেন সিলেট ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ১১:৫৭:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল বুধবার দুপুর ১২টার পর তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে কাজে যোগ দেন। এর আগে গত মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের সাথে হাসপাতালটির পরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছিলেন তারা পরে তাদের সিদ্ধান্ত জানাবেন। একই সাথে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সময় বেধে দিয়েছিলেন।
গতকাল বুধবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার সীমান্ত মজুমদার বলেন, কর্তৃপক্ষের আশ্বাসে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি। বিকেল ৩টা থেকে আমরা শিফট মোতাবেক যথারীতি দায়িত্ব পালন করছি।
কর্মসূচি প্রত্যাহারের পর ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। তাদের দাবির মধ্যে ছিল নিরাপদ কর্মক্ষেত্রের ব্যবস্থা করা। আমরা হাসপাতালে দায়িত্বরত আনসার বাহিনীর সঙ্গে কথা বলেছি। এছাড়া হাসপাতালে কর্মরতদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের বিষয়টি নিয়ে আনসারের জেলা কমান্ডারের সঙ্গে কথা হয়েছে। কিছু অবকাঠামো ও সিস্টেম পরিবর্তনসহ বেশকিছু বিষয় নিয়ে আমরা কাজ করবো।
উল্লেখ্য, গত ২১ আগস্ট এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা হাসপতালের ইন্টার্ন ডাক্তার ও নার্সদের মারধর করেন বলে ডাক্তারদের অভিযোগ। এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। এ ঘটনায় থানায় মামলা হয় এবং নিহত রোগীর তিন পুত্রসহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।