জৈন্তাপুর ও বিশ্বম্ভরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ১২:০১:৩২ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ জৈন্তাপুর উপজেলা সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা সদরে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্স’র মাধ্যমে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়।
জৈন্তাপুর ঃ জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জৈন্তাপুর উপজেলা সদরে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্স’র মাধ্যমে ঢাকা থেকে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, জৈন্তাপুর উপজেলার নতুন এই কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।
জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যাদবময় বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নূরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবলীগের আহŸায়ক আনোয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বিশ্বম্ভরপুর ঃ এদিকে, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্বম্ভরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজনে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক (এমপি)।
উদ্বোধন উপলক্ষে বিশ্বম্ভরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তাজ্জত আলী খান, এলজিইডি সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আপ্তাব উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার মো. আব্দুল মন্নান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।
পরে এক দোয়া মাহফিরের আয়োজন করা হয়।
উল্লেখ্য, এলজিইডি এর তত্ত¡াবধানে ২ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকায় বিশ্বম্ভরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়।