বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করছেন শেখ হাসিনা ————– সৈয়দা জেবুন্নেছা হক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ১২:০৫:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়। স্বাধীন বাংলাদেশের মহান এই স্থপতির সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে তা বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবেন। তাই শিক্ষার্থীদের যতেœ কোনো অবহেলা করা যাবে না এবং মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার দুপুরে কানাইঘাট উপজেলার জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয় হল রুম অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মস্তাক আহমদ পলাশ। স্কুলের প্রধান শিক্ষক শাব্বির আহমেদ ও সহকারী শিক্ষক মো. আব্দুর রহিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার কানাইঘাট সার্কেল অলক কান্তি শর্মা ও সাতবাক ইউনিয়নের চেয়ারম্যান আবু তাইয়্যিব শামীম।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শাব্বির আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুন নুর, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ, ম্যানেজিং কমিটির সদস্য মঈনউদ্দিন, দাবা ধরনির মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুল হাই, জাহাঙ্গীর শামীম কামরুল প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৭ম শ্রেণীর ছাত্রী ফাহমিনা বেগম। অনুষ্ঠানের শুরুতে বৃক্ষ রোপণ করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণীর ছাত্রী হালিমাতুছ সাদিয়া ও কুলছুমা বেগমের নেতৃত্বে সমবেত জাতীয় সংগীত ও শোক দিবসের সমবেত সংগীত পরিবেশন করা হয়। এ সময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ।