দেশে ফিরে জি এম কাদের
ভারত বাংলাদেশে একটি ভালো নির্বাচন চায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ১২:১৮:২৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাংলাদেশে আগামীতে একটি ভালো নির্বাচন যাতে হয়, নির্বাচনের আগে পরে যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে তা প্রত্যাশা করে ভারত।
গতকাল বুধবার সন্ধ্যায় ভারত সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাংলাদেশে নির্বাচনকালীন সরকার নিয়ে বিদ্যমান মতদ্বৈততার বিষয়ে ভারত কোনো বার্তা দিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তারা এ বিষয়ে বলেছে, এটি বাংলাদেশের বিষয়। দলগুলো আলাপ-আলোচনা করে এটি সমাধান করবে। এক্ষেত্রে জাতীয় পার্টি ভূমিকা রাখতে পারে বলেও তারা বলেছে।
তিন দিনের ভারত সফরে জি এম কাদেরের সফরসঙ্গী ছিলেন স্ত্রী শেরিফা কাদের ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা।
সফরের বিষয়ে এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। গুরুত্বপূর্ণ অনেকের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। কাদের সঙ্গে কী আলোচনা হয়েছে তা বলতে পারবো না তাদের অনুমতি ছাড়া। জাতীয় পার্টি সম্পর্কে উনাদের ধারণা ভালো। উনাদের আস্থা আছে জাতীয় পার্টির সঙ্গে। তাদের সম্পর্ক সৌহার্দপূর্ণ থাকবে।
আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, উনারা একটা ভালো নির্বাচন দেখতে চান। সময়মতো যাতে হয়।
সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণার বিজ্ঞপ্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বড় ভাইকে আমরা পিতার মতো দেখতাম। তেমনি ছোট বেলা থেকে বয়সে যাই হোক আমার ভাবীকেও (রওশন এরশাদ) আমরা মায়ের মতো দেখেছি। ওনার সঙ্গে আমার কখনো দ্বন্দ¦ ছিল না, এখনো নেই।
আমার জানামতে ওগুলো তিনি নিজের ইচ্ছা বা জেনেশুনে দিচ্ছেন না। এটা করার উদ্দেশ্য হচ্ছে জাতীয় পার্টিকে দুর্বল করা। জিএম কাদের বলেন, আমাদের বিরুদ্ধে কিছু লোক এটা করছেন। তারা দেবর-ভাবীর দ্বন্দ¦সহ বিভিন্ন কথা বলে বিভিন্নভাবে উস্কে দিচ্ছেন। দলটা যাতে শক্তিশালীভাবে দাঁড়াতে না পারে, ইমেজ সংকট তৈরি করে যেন দলটা নিচে নেমে যায় তার উদ্দেশ্যে এসব করা হয়।