ছাতকে আইন-শৃংখলা কমিটির সভায়
চোরাই পথে গরু-মহিষ-চিনি আমদানীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৫:০৫:২২ অপরাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, নৌপথে চাঁদাবাজি, চোরাই পথে ভারতীয় গরু-মহিষ ও চিনিসহ বিভিন্ন পণ্য আমদানীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু সাদাত মোহাম্মদ লাহিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম, ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, জয়কলস হাইওয়ে থানা পুলিশ কর্মকর্তা আব্দুল কবির, ছাতক নৌ-পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন মৃধা, বিজিবি হাবিলদার রুহুল আমিন, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাইদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউনিয়ন চেয়ারম্যান গয়াছ আহমদ, হাজী সুন্দর আলী, মাস্টার আওলাদ হোসেন,আবুল হাসনাত, সাইফুল ইসলাম, নুরুল আলম,আবু বক্কর সিদ্দিক, প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, সহকারি রাজস্ব কর্মকর্তা শহীদুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব প্রমুখ।