সিলেট শিক্ষা বোর্ড
এইচএসসির ইংরেজি ২য় পত্রে অনুপস্থিত ৫৬১ পরীক্ষার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৫:২৬:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট শিক্ষা বোর্ডে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৫৬১ জন পরীক্ষার্থী। ইংরেজি ২য় পত্রে ৮১ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহণ করে ৮১ হাজার ১২৭ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে সিলেটে ২৩৪, হবিগঞ্জে ১১২, মৌলভীবাজারে ১০৯ এবং সুনামগঞ্জে ১০৬ জন রয়েছে। সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সারা দেশের ন্যায় সিলেট শিক্ষাবোর্ডেও গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৩টি, হবিগঞ্জ জেলায় ১৮টি, মৌলভীবাজার জেলায় ১৪টি এবং সুনামগঞ্জ জেলায় ২১টি কেন্দ্র রয়েছে। এবার এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী রয়েছে ৮৩ হাজার ৭৬৫ জন। তাদের মধ্যে ছেলে ৩৪ হাজার ৬১৩ জন এবং মেয়ে ৪৯ হাজার ১৫২ জন।