নগরীতে ওয়ার্ল্ড ভিশন’র আলোচনা সভায় বক্তারা
শিশুর বাসযোগ্য দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৫:২৮:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শিশু নির্যাতন, শিশু অধিকার, বাল্যবিবাহ ও মাদকের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে নানা সূচকে অগ্রগতি হওয়া সত্বেও ঘরে-বাইরে শিশুর ওপর সহিংসতা থেমে নেই। বাল্যবিয়ের পাশাপাশি নির্যাতনের শিকারও হচ্ছে অনেক শিশু। শিশুর জন্য বাসযোগ্য দেশ গড়তে হলে তাদের অধিকার প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত হোটেলে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহমুক্ত সিলেট ঘোষণার পরও এই কুপ্রথা এখনও থেমে নেই। এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। পাশাপাশি মাদকের অপব্যবহার প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
ওয়ার্ল্ড ভিশন সিলেট এরিয়ার কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল দ্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন’র টেকনিক্যাল স্পেশালিস্ট ড. রুহুল আমিন সরকার। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক মো. মহিউদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল রফিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, সিলেটের সিনিয়র সাংবাদিক আল আজাদ, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম।
এছাড়া, মুক্ত আলোচনায় অংশ নেন ভিডিসি সভাপতি দিলু মিয়া, যুব প্রতিনিধি আমিরুল হক, শিশু ফোরাম সভাপতি ফাতেমা আক্তার, মারুফ আহমদ, গ্রাম উন্নয়ন সভাপতি আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বিগত ৫০ বছর ধরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠির জীবন-জীবিকার মান উন্নয়নে গৃহিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।