শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে পার্টির সদস্য আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৫:৩৪:১৫ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে পার্টির সক্রিয় সদস্য ফারুক মিয়া (৩০) কে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
গত বুধবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের কালা মিয়ার বাড়ি থেকে তাকে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী আটক করেন। এ সময় তার কাছ থেকে চেতনানাশক স্প্রে, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
আটক ফারুক মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মরহুম আব্দুস শহীদের ছেলে।
এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপকরণসহ ফারুককে থানায় নিয়ে আসেন।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ওসি বলেন, ফারুক চেতনানাশক স্প্রে পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশ তার অন্য সহযোগিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, চেতনানাশক স্প্রে প্রয়োগ করে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার আটটি বাসায় ডাকাতি সংঘটিত করেছে দুর্বৃত্তরা। স্প্রে পার্টির আতংকে পৌর এলাকার অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন।