উপশহরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মিজান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৬:০৭:০১ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেটের শাহজালাল উপশহরে বাসায় পানির মোটর বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দুই সন্তানের জনক মিজানুর রহমান (৩৫)। তিনি দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা। সিলেটের উপশহর সি-ব্লকের ৪৪ নং রোডের মাথিউরা হাউজের পারভীন বেগমের বাসায় থাকতেন। পাশেই হাফছা বেগমের মালিকানাধীন মায়ের দোয়া রেস্টুরেন্টে বাবুর্চির পাশাপাশি খাবারও বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মিজানুর প্রতিদিনের মতো পারভীনের বাসায় রান্নাবান্না শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পানির মোটরের সুইস বন্ধ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।