টুঙ্গিপাড়ায় সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ
বঙ্গবন্ধু’র চেতনার রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হতো সোনার বাংলা গড়ার স্বপ্ন ————— প্রিন্সিপাল অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৬:২৬:৩৪ অপরাহ্ন
ডা: এস.এম. আসাদুজ্জামান জুয়েল: ‘শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাঙালী জাতি তার সূর্য সন্তান, অকুতোভয় সৈনিক, দেশপ্রেমিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারায়। বঙ্গবন্ধু’র চেতনার রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হতো সোনার বাংলা গড়ার স্বপ্ন। কিন্তু সে স্বপ্ন পূরণের আগেই বিপথগামী একদল নরপশু সৈনিকের হাতে তাঁকে শাহাদাতবরণ করতে হলো।’
গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ওসমানী মেডিকেলের প্রিন্সিপাল অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী একথা বলেন।
জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক সমিতির পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী এবং শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ডা: আবু সাঈদ আব্দুল্লাহ (মুকুল)-এর নেতৃত্বে ২৭ সদস্যের একটি দল গতকাল শুক্রবার বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-ওসমানী মেডিকেলের সার্জারী বিভাগের প্রধান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: আশিক আনোয়ার বাহার। সমিতির সভাপতি ডা: আবু সাঈদ আব্দুল্লাহ (মুকুল)-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মো: মুজিবুল হক, অধ্যাপক ডা: আশিকুর রহমান মজুমদার, অধ্যাপিকা ডা: নাসরিন আক্তার, অধ্যাপক ডা: মো: জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ডা: কাজী মো: জানে আলম, সহযোগী অধ্যাপক ডা: মো: হাবিবুল্লাহ সেলিম, সহযোগী অধ্যাপক ডা: শংকর কুমার রায়, সহকারী অধ্যাপক ডা: মো: আজিজুর রহমান রোমান, সহকারী অধ্যাপক ডা: মো: মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশ আজ স্বাস্থ্যসহ নানা সূচকে বা নানা খাতে উদীয়মান ব্যাঘ্রে পরিণত হয়েছে। তাই এর ধারাবাহিকতা রক্ষার্থে সরকারের সব কাজে জনগণ তথা পেশাজীবিদেরও এগিয়ে আসতে হবে।
সভাপতি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সুদক্ষ কারিগর হচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত ১৫ বছরে বাংলাদেশকে তিনি বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করিয়েছেন। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। ডিজিটাল বাংলাদেশকে তিনি ২০৪১ সালের মধ্যে ইনশাল্লাহ স্মার্ট বাংলাদেশ বানাবেন এ আস্থা ও বিশ্বাস আমাদের আছে। তাই, বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়ার এই স্মৃতিবিজড়িত মাটি থেকে ওয়াদা করছি, ‘শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি তোমার সাথে।’ পরে দোয়া শেষে দলটি সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।