চুনারুঘাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ২:৫৬:৪০ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : চুনারুঘাটে ট্রাক্টরের ধাক্কায় মোঃ শাবু মিয়া (৭৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি চুনারুঘাট সদর ইউনিয়নের মুখীপুর গ্রামের মৃত মনজব উল্লা মুন্সির পুত্র।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে উপজেলার রাইসমিল এলাকায় একটি ট্রাক্টর টমটমে ধাক্কা দিলে টমটমে বসা শাবু মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে চুনারুঘাট উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক।