‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ২:৫৯:০৬ অপরাহ্ন
নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও সীমাহীন লুটপাটের সাথে জড়িত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি। গতকাল শুক্রবার বিকালে বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বক্তারা এ দাবি জানান। সভায় বক্তারা বলেন, বিদেশে কোটি কোটি টাকা পাচার, বিলাসবহুল বাড়ি ক্রয়, দেশে শত শত কোটি টাকার অনিয়ম-দুর্নীতির সংবাদ পত্রিকায় প্রকাশিত হলেও এসবের বিরুদ্ধে কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে দেখা যায় না। গণমানুষের উন্নয়ন ও ভোগান্তি নিরসনে সরকারের মহতী কাজগুলোকে দুর্নীতির মাধ্যমে যারা জনগণকে ঠকাচ্ছেন তারা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছেন। তারা নিত্যপণ্যের মূল্য দ্রুত নিয়ন্ত্রণ এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। সভায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো, ঋণখেলাপী ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিবর্গদের মনোনয়ন না দেয়ার দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর বেলা ২টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কমিটির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখী মিয়া, কেন্দ্রীয় সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, রফিকুল ইসলাম শিতাব, সন্তেুাষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি